আপনার ঘাম আমাদের অহংকার
বাচঁতে হলে কাজ করতে হবে , অনেক অনেক কাজ , কাজের কোনাে নেই সীমা সকাল থেকে রাত পর্যন্ত কাজ , “ ঠিক সময়ে কাজের জন্য চেষ্টা যদি হয় ” “ এই জীবনে উন্নতি লাভ কঠিন কিছু নয় ” সময় এবং কাজের প্রতি শ্রদ্ধা যাদের নেই জীবন পথে পদে পদে হারতে হয় তাদেরই কর্ম থেকে কষ্ট ছাড়া মুক্তি অসম্ভব , সবাই কাজে দাও মন , তবেই আমরা পেতে পারি সফলতার ধন , ধন্যবাদ ।
সুমন রায়হান
নির্বাহী পরিচালক ,
ইচ্ছা ফাউন্ডেশন , যশোর ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন